রাজ্যে করোনার দাপট অব্যাহত। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে রাজ্য সচল রাখতে সরকারি কর্মচারীদের ৭০ শতাংশ অফিসে আসা বাধ্যতামূলক করা হয়েছে।
এবার রাজ্য সরকারি কর্মচারীদের সমস্যা সমাধানে সরকারি অফিসে দুটি শিফট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী নবান্নে এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'গ্রুপ-ডি থেকে ডেপুটি সচিব স্তর পর্যন্ত এখন থেকে কাজ ২ টো শিফটে ভাগ করা হল। সকাল ৯টা ৩০ থেকে ২টে ৩০ পর্যন্ত প্রথম শিফট। আর একটা সাড়ে ১২ টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।
গ্রুপ-ডি থেকে ডেপুটি সচিব স্তর পর্যন্ত এটা হবে। এর ফলে অফিসে ভিড় হবে না। পাশাপাশি যাতায়াতেও একটা সুবিধা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরকারি কর্মচারীরা যাতে এই সময় আসতে পারে, তাই বেশি বাস চালানো হবে।
সেটা পরিবহণ দফতর দেখে নেবে। তিনি জানান, বর্তমানে করোনা সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। অফিস আসতে দেরী হয় হোক, সিটে বসে যান, একটু সময় নিন। অযথা ভিড় বাসে উঠবেন না। সেই কারণেই আমরা এক ঘণ্টা লেট হলেও লালকালি দেব না বলেই সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি, বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শও দিয়েছেন তিনি।
এবার রাজ্য সরকারি কর্মচারীদের সমস্যা সমাধানে সরকারি অফিসে দুটি শিফট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী নবান্নে এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'গ্রুপ-ডি থেকে ডেপুটি সচিব স্তর পর্যন্ত এখন থেকে কাজ ২ টো শিফটে ভাগ করা হল। সকাল ৯টা ৩০ থেকে ২টে ৩০ পর্যন্ত প্রথম শিফট। আর একটা সাড়ে ১২ টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন