রাজ্যে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর এই লকডাউনের মধ্যে প্রায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কলকাতায়। যদিও এই ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউন চলছে রাজ্য সহ গোটা দেশে। আর এই লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল স্কুল-কলেজ সহ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।
দীর্ঘ লকডাউন কাটিয়ে আনলক-১ পর্ব শুরু হলেও কিছুতেই এই ভাইরাসের সংক্রমণকে আটকাতে পারেনি চিকিৎসকরা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনই স্কুল-কলেজ খোলার ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। আর সেই কারণে ফের স্কুল-কলেজ বন্ধ থাকার মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে স্কুল-কলেজে প্রশাসনিক কাজ চলবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
এদিন শিক্ষামন্ত্রী বলেন, "আমরা এই বিষয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলেছি। আগেই স্কুলগুলিকে আমরা বন্ধ রেখেছিলাম, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি যেভাবে ১০ জুন ও পরবর্তীকালে ৩০ জুন পর্যন্ত। যে বিধিতে আমরা বন্ধ রেখেছি, আমরা সেই বিধিরগুলি অপরিবর্তিত রাখছি। ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাজ পুরোপুরি বন্ধ থাকবে। আগে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তি অপরিবর্তিত থাকছে। বিশ্ববিদ্যালয়ের যেভাবে তার প্রশাসনিক কাজ চলছে, তিনি যেভাবে চালাচ্ছিলেন, সেটা চলবে। যদিও আগের বিজ্ঞপ্তি অপরিবর্তিত থাকছে। শুধু ৩০ জুনের বদলে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ঠিক একইভাবে প্রশাসনিক কাজগুলি চলবে।" অর্থাৎ আগের বিজ্ঞপ্তি অপরিবর্তিত রেখে আগামী ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। কিন্তু রাজ্যকে সচল রাখতে প্রশাসনিক কাজ চলবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন