উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিন পরীক্ষা হওয়া নিয়ে ফের দেখা দিয়েছে সংশয়। জুলাই মাসে এই তিন পরীক্ষা হবে বলেই এখনও পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারই মধ্যে ফের এই তিন পরীক্ষা হওয়া নিয়ে নানা খবর ছড়াতে শুরু করেছে।
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা কি এখন করান উচিত, এই মর্মে সরকারের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট-জনদের মতামত জানতে চাওয়া হয়েছিল। সেই উত্তর অবশেষে দফতরে এসে পৌঁছয় সম্প্রতি। সুবোধ সরকার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতন ব্যক্তিত্বরা সকলেই জানিয়েছেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। পরিস্থিতির উন্নতি হলে তবেই পরীক্ষা নেওয়া উচিত।
এই সুপারিশ পাওয়ার পরেও এখনই কোনও সিদ্ধান্ত নেয় নি শিক্ষা দফতর। দফতর সূত্রে খবর, সর্বভারতীয় ক্ষেত্রেও একাধিক বোর্ডের পরীক্ষা বাকি রয়েছে। সেখানে কী সিদ্ধান্ত হয়, তা দেখেই সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সরকার।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন