গোটা দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই খুলে যাচ্ছে বহু সরকারি অফিস। আনলক ওয়ান পর্বে একে একে চালু করা হচ্ছে দেশের সব পরিষেবা। প্রতিদিনই বিভিন্ন সরকারি অফিস থেকে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া যাচ্ছে। এই বিপজ্জনক আবহে সরকারি অফিসগুলিতে সংক্রমণ এড়াতে কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অফিসে আসতে হলে বাধ্যতামূলক ভাবে একজন কেন্দ্রীয় সরকারি কর্মীকে এই নির্দেশিকা মানতেই হবে।
কোনও রকম উপসর্গ নেই এমন কর্মীকেই অফিসে ঢুকতে দেওয়া হবে। উপসর্গ থাকলেও কর্মীর বাড়ি থেকে বের হওয়া চলবে না।
কনটেন্টমেন্ট জোনের বাসিন্দা কর্মীকে অফিসে আসতে হবে না। এক দিনে ২০ জনের বেশি কর্মী অফিসে আসতে পারবেন না। বাকিদের বাড়িতে বসেই কাজ করতে হবে। সাপ্তাহিক দিনপঞ্জি বানানো হবে সে ভাবেই। সেক্রেটারিয়েট ও ডেপুটি সেক্রেটারিয়েটে যদি দু-জনকে একই কেবিন শেয়ার করতে হয় তবে তাঁরা একই দিনে অফিস আসবেন না। অফিসের ভিতরে সর্বক্ষণ মাস্ক ব্যবহার করতে হবে।
অন্যথা করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। এই মুহূর্তে সংক্রমণ এড়াতে মুখোমুখি বৈঠক না করে ভার্চুয়াল কনফারেন্স করার নির্দেশ দেওয়া হচ্ছে। কোনও বোর্ডরুম মিটিং নয়, ভার্চুয়াল কনফারেন্সটি করা হবে সংশ্লিষ্ট অফিসারের ঘর থেকে।
প্রতি আধ ঘণ্টায় হাত ধুতে হবে অফিসে উপস্থিত কর্মীকে। বৈদ্যুতিন সুইচ, দরজা, সিড়ির হাতল, বাথরুমের কল প্রতি এক ঘণ্টা অন্তর স্যানেটাইজ করতে হবে ১০ শতাংশ সোডিয়াম হাইড্রোক্লোরাইড থাকা কোনও রাসায়নিক ব্যবহার করে। এসির রিমোট, মাউস, কী বোর্ড বারবার পরিষ্কার করতে হবে একজন কর্মীকে।
দুইজন কর্মীকে অন্তত ১ মিটার দূরত্বে রক্ষা করতে হবে।
কনটেন্টমেন্ট জোনের বাসিন্দা কর্মীকে অফিসে আসতে হবে না। এক দিনে ২০ জনের বেশি কর্মী অফিসে আসতে পারবেন না। বাকিদের বাড়িতে বসেই কাজ করতে হবে। সাপ্তাহিক দিনপঞ্জি বানানো হবে সে ভাবেই। সেক্রেটারিয়েট ও ডেপুটি সেক্রেটারিয়েটে যদি দু-জনকে একই কেবিন শেয়ার করতে হয় তবে তাঁরা একই দিনে অফিস আসবেন না। অফিসের ভিতরে সর্বক্ষণ মাস্ক ব্যবহার করতে হবে।
Loading...
প্রতি আধ ঘণ্টায় হাত ধুতে হবে অফিসে উপস্থিত কর্মীকে। বৈদ্যুতিন সুইচ, দরজা, সিড়ির হাতল, বাথরুমের কল প্রতি এক ঘণ্টা অন্তর স্যানেটাইজ করতে হবে ১০ শতাংশ সোডিয়াম হাইড্রোক্লোরাইড থাকা কোনও রাসায়নিক ব্যবহার করে। এসির রিমোট, মাউস, কী বোর্ড বারবার পরিষ্কার করতে হবে একজন কর্মীকে।
দুইজন কর্মীকে অন্তত ১ মিটার দূরত্বে রক্ষা করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন