করোনার কারণে গোটা দেশে টানা লকডাউন চলছে। আর এই লডাউনের প্রভাব যে ভারতীয় অর্থনীতির উপর পড়বে তা আগাম জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে বহু মানুষের কাজ হারিয়েছে। শুধু তাই নয়, বহু মানুষ চাকরি ছেড়ে নিজের এলাকায় চলে আসতে বাধ্য হয়েছে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একেবারে নতুন একটি প্রকল্পের ঘোষণা করলেন তিনি। তিনি এই বিষয়ে তাঁর টুইটারে বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কর্মভূমি পোর্টালের সূচনা করা হচ্ছে। যাঁরা করোনা আতঙ্কের কারণে রাজ্যে ফিরে এসেছেন এবং চাকরি বদল করার কথা ভাবছেন, তাঁরা এই কর্মভূমি পোর্টালের মাধ্যমে রাজ্যের তথ্য ও প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। ওয়েবসাইটটি হল, http://karmabhumi.nltr.org। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগের ফলে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করছে বিশেষজ্ঞরা।
রাজ্য তথ্যপ্রযুক্তি দফতরের চালু করা এই ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সংস্থার কাজে দক্ষ এমন যুবক-যুবতীরাই কাজের জন্য অনুসন্ধান করতে পারবেন। তবে ফ্রেশাররা এই পোর্টাল থেকে কতখানি উপকৃত হবে তা এখনই বলা যাচ্ছে না। রাজ্য তথ্যপ্রযুক্তি দফতর সূত্রে জানা গিয়েছে, এখন লকডাউন পর্বে মূল লক্ষ্য দেওয়া হয়েছে সেই সব কর্মীদের দিকেই যারা কাজ হারিয়েছেন বা কাজ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। এরা যাতে আবারও কাজ পান সেটা লক্ষ্য রেখেই এই পোর্টাল চালু হয়েছে। আগামী দিনে ফ্রেশাররাও এই পোর্টাল থেকে উপকৃত হবে।
Loading...
মাননীয়া মু্খ্যমন্ত্রীর এবং মন্ত্রীমন্ডল মহোদয় এর নিকট একটি আবেদন, নবাপার্থীরা কোন পাপ কর্ম করেছে এই রাজ্যে জন্মে ? আমাদের বাবা-মা রাই বা কোন পাপ করেছে ? হ্যাঁ একটা পাপ করেছে যে তাদের ইচ্ছাকে প্রকাশ করে এই রাজ্যে , তারা তাদের সর্বস্য দিয়ে ছেলে-মেয়েদের পড়াচ্ছেন মুঠোভরে ডিগ্ৰী এনে দেওয়ালে সাজিয় রাখবে না কী তাদের সন্তান-সন্ততিরা নিজের পায়ে দাবে ? আর আপনাদের এত সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের অঙ্গ থাকতেও বিকলাঙ্গ করেদিচ্ছে।
উত্তরমুছুনPlease look for those students who are complete their Graduate & Post Graduate.
উত্তরমুছুন