গোটা রাজ্যে করোনার দাপট এখনও চলছে সমান তালে। এই দাপট যে কবে কমবে তার উত্তর নেই কারুর কাছে। মারণ করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে বন্ধ হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষা। তিনদিনের পরীক্ষা এখনও বাকী। কিন্তু হয়ে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা গুলির উত্তরপত্র মূল্যায়নের উদ্দেশ্যে ইতিমধ্যেই প্রধান পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র বিতরণের কাজ শুরু হয়েছে।
কিন্তু ট্রেন,বাস ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা চালু না হওয়ার ফলে অনেক দূরবর্তী পরীক্ষকই প্রধান পরীক্ষকদের বাড়ি থেকে উত্তরপত্র সংগ্রহ করতে পারেননি। প্রাথমিক ভাবে কাউন্সিলের অনুমান ছিল বিকল্প যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরীক্ষকদের অধিকাংশই, প্রধান পরীক্ষকের বাড়ি থেকে উত্তরপত্র সংগ্রহ করে নেবেন। কিন্তু নির্ধারিত তারিখের পর বেশ কিছুদিন হয়ে গেলেও দেখা যাচ্ছে পরীক্ষকদের একটি বড় অংশ নানা অছিলায় উত্তরপত্র নিতেই আসছেন না।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে সংশ্লিষ্ট গরহাজির পরীক্ষকদের নাম-ঠিকানা ও স্কুল জানতে চেয়ে প্রধান পরীক্ষকদের কাছে চিঠি পাঠাচ্ছে কাউন্সিল। কিন্তু এখন প্রশ্ন একটাই, তালিকা পাওয়ার পর গরহাজির পরীক্ষকদের উপর কি কঠোর হতে পারবে সংসদ? এর উত্তর জানা যাবে আরও কিছু দিনের মধ্যে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন