প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। দু-মাসের বেশি লকডাউন চলার পরেও কমেনি এই মারণ ভাইরাসের সংক্রমণ। টানা লকডাউন চলের ফলে রাজ্য সহ গোটা দেশের অর্থনীতিতে যে বড় রকমের ধাক্কা আসতে চলেছে তা আগেই জানিয়ে ছিলেন বিশেষজ্ঞরা।
এবার তাঁদের অনুমান মিলতে চলেছে। ইতিমধ্যে বহু মানুষ কাজ হারিয়েছেন। কর্মচারীদের বেতন কমিয়েছে বহু বেসরকারি সংস্থা।
এমন পরিস্থিতিতে আর্থিক সংকট কাটাতে নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। নতুন সব ধরনের পদকে আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি, এখনও যে নিয়োগগুলি প্রক্রিয়াধীন রয়েছে সেগুলির প্রয়োজনীয়তা খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ। তৈরি হচ্ছে নয়া প্ল্যান।
সূত্রের খবর, ব্যায় সংকোচনের জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। জেনারেল ম্যানেজার ও ডিআরএমদের বার্ষিক খরচ সংকোচন করা হবে। আধিকারিকদের অধিকাংশ মিটিং, ই-অফিস ভিডিও কনফারেন্সে হবে। কমানো হবে স্টাফদের গাড়ির খরচ। নতুন ফার্নিচার, গাড়ি, কম্পিউটার, প্রিন্টার, কেনা আপাতত বন্ধ থাকবে।
এমন পরিস্থিতিতে আর্থিক সংকট কাটাতে নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। নতুন সব ধরনের পদকে আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি, এখনও যে নিয়োগগুলি প্রক্রিয়াধীন রয়েছে সেগুলির প্রয়োজনীয়তা খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ। তৈরি হচ্ছে নয়া প্ল্যান।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন