বকেয়া বেতন নিয়ে বিতর্ক নতুন ঘটনা নয়। এর আগেও এমন ঘটনা বহু বার ঘটেছে। চিকিৎসকদের জন্য বেতন নেই, নেই তাঁদের জন্য প্রকৃত সুরক্ষা ব্যবস্থা,এই অবস্থার তীব্র ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের ওপর অন্যায্য ব্যবহার নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল আদালত।
শুক্রবার নিজেদের বক্তব্যে সুপ্রিম কোর্ট বলেছে, 'যুদ্ধের সময় সেনাদের অখুশি রাখতে পারেন না, একটু বেশি উদ্যোগী হন , একটু বেশি সামর্থ্য ব্যয় করুন, ওঁদের মনোমালিন্য দূর করে করুন।' স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বকেয়া বেতন নিয়ে কোনও গণ্ডগোল হলে তাতে সরকার নিজের থেকে সেই সমস্যা মেটাক। এমনটাই বক্তব্য সুপ্রিম কোর্টের।
এক চিকিৎসকের দায়ের করা পিটিশনের শুনানিতে এমন মন্তব্য করে সুপ্রিমকোর্ট। এই পিটিশন যিনি দায়ের করেছিলেন তিনি জানিয়েছিলেন একাধিক জায়গায় চিকিৎসকরা বেতন নিয়ে বঞ্চনার অভিযোগ আসছে। কারণ কোথাও বেতন দেরিতে দেওয়া হচ্ছে, কোথাও বেতন কম দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন এই মুহূর্তে বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্রের এসওপি। এই বিষয়টিও পিটিশনে তুলে ধরা হয়েছিল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন