রাজ্য সহ গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। টানা লকডাউনের পরেও যেভাবে এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে আতঙ্কিত দেশের মানুষ।
ইতিমধ্যে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮,৯৮৫। গত ২৪ ঘণ্টায় ৩৭২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা ৪১৫।
সরকারি তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। অন্যদিকে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গেও। কোচবিহারে ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৫৪৮। কলকাতায় মৃত্যুর সংখ্যাও বেশি (২৬৫)। হাওড়া কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্যা ৯০৮ জন, উত্তর ২৪ পরগনায় ৭১৬ জন, হুগলিতে মোট আক্রান্ত ৪১৬,দক্ষিণ ২৪ পরগনায় ১৯১ জন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন