করোনা চিকিৎসা নিয়ে এবার বড় সংকটের মুখে দাঁড়িয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হাসপাতালেই ২ জন অ্যাসিস্ট্যান্ট সুপার করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে হাসপাতালের প্রশাসনিক ভবনের অধিকাংশ আধিকারিককে কোয়ারেন্টাইনে যেতে হবে।
ফলে সব মিলিয়ে আজ, রবিবার থেকে কলকাতা মেডিক্যাল কলেজের প্রশাসনিক কর্তাদের অনেকেই হসপিটালে অনুপস্থিত।
যদিও এই প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ কোনও কিছু জানায় নি।
তবে হাসপাতাল সূত্রের খবর, সম্প্রতি উত্তরবঙ্গ থেকে বদলি হয়ে আসা এক অ্যাসিস্ট্যান্ট সুপার কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন। আরও এক অ্যাসিস্ট্যান্ট সুপারের জ্বর হয় তার ঠিক পরেই। তারা যে ঘরে বসে কাজ করেন, সেখানে আরও অনেক কর্মী সেখানে বসেন। পাশের ঘরেই রয়েছে খোদ হাসপাতাল সুপারের অফিস। কলকাতা মেডিক্যাল কলেজের ডেভিড ব্লকের গ্রাউন্ড ফ্লোরে এই প্রশাসনিক কাজকর্ম চলে। সব মিলিয়ে এখন এই গোটা গ্রাউন্ড ফ্লোরই তাই প্রায় ফাঁকা হয়ে গেছে রবিবার থেকে। তবে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি জানিয়েছেন, এই ধরনের কোনও খবরই তাঁর জানা নেই।
যদিও এই প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ কোনও কিছু জানায় নি।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন