দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লকডাউনের দু-মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। সমানে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯,৮৮৭ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। গোটা বিশ্ব সংক্রমণের নিরিখে ইতালিকে ছাড়িয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৯৪ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৬৪২।
এই সময়ে কছুটা হলেও স্বস্তির খবর, এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭২। এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত। দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন