রাজ্যে করোনার দাপট চলছে সমান তালে। এখনও সংক্রমণের হার কমার কোনও ইঙ্গিত এখনও পাওয়া যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৮৭ জন।
এর পাশাপাশি রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৪ জন। পাশাপাশি কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। ফলে সব মিলিয়ে করোনার কারণে বাংলায় মৃতের সংখ্যা ৪০০ ছুঁইছুঁই। তবে বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৪ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে ৩৩০৩জন।
সরকারি হিসাব অনুসারে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে পশ্চিম মেদিনীপুরে। এক দিনে জঙ্গলমহল লাগোয়া জেলায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। ফলে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৭ জন। তবে জেলাগুলির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কলকাতার।
সেখানে আক্রান্তের সংখ্যা ২৪ জন বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৮ জনে। এরপরেই রয়েছে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৬০ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন আরও ২০ জন। একইসঙ্গে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪পরগণা ও হুগলিও। তবে কলকাতা ও হাওড়ায় সংক্রমণের হার কমেছে। তা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।
সরকারি হিসাব অনুসারে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে পশ্চিম মেদিনীপুরে। এক দিনে জঙ্গলমহল লাগোয়া জেলায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। ফলে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৭ জন। তবে জেলাগুলির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কলকাতার।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন