দেশে করোনা ভাইরাসের প্রভাব বাড়ছে। আর সেই কারণে টানা দু-মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন। আর এর ফলে ভারতীয় অর্থনীতিতে যে বড় রকমের ধাক্কা আসবে তা আগেই জানিয়েছিল বিশেষজ্ঞর।
আর এমন কঠিন সময় চুক্তিভিত্তিক শিক্ষক এবং স্থায়ী শিক্ষকরা পাবেন সমান সুযোগ সুবিধা। এবার থেকে সমহারে বেতন সহ সমস্ত সুবিধা পাবেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। এবং তাদের চাকরির মেয়াদ বাড়িয়ে ৬০ বছর করা হবে বলে জানা গিয়েছে। এরফলে উপকৃত হবে অসমের প্রায় ৪৬ হাজারের উপর শিক্ষক। গত ২৬ শে মে মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Loading...
অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন ২০১৬ সালে নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়মিত শিক্ষকের মর্যাদা দেওয়া হবে। এই ঘোষণার মাধ্যমে নির্বাচনের প্রতিশ্রুতি পালন করা হল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন