রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে প্রায় ৭ বছরের কাছাকাছি সময় ধরে। কখন এই নিয়োগ জট খুলবে তার উত্তর জানা নেই হবু শিক্ষক ও কমিশনের আধিকারিকদের। কারণ এই মামলা এখন আদালতের বিচারাধীন বিষয়।
যদিও রাজ্য সরকার বা কমিশন বেশ আন্তরিক এই মামলার শুনানি নিয়ে। সরকার চায় দ্রুত কাটুক উচ্চ প্রাথমিকের নিয়োগ জটিলতা। আর সেই কারণে স্কুল সার্ভিস কমিশনের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি রাখা হয়েছে যাতে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ সংক্রান্ত মামলার দ্রুত শুনানি শুরু করা যায়। তবে এসএসসির আবেদনের ভিত্তিতে হাইকোর্ট দ্রুত শুনানি করবে নাকি সে বিষয়ে এখনও পর্যন্ত হাইকোর্টের তরফে কোনও ইঙ্গিত পায়নি কমিশন।
যদিও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি আরও একাধিক নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত ঝুলে রয়েছে। সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া সহ একাধিক নিয়োগ প্রক্রিয়া এসএসসির হাতেই। এখন দেখার আদালত কি সিদ্ধান্ত নেয়। আর সেইদিকে তাকিয়ে পরীক্ষার্থীরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন