রাজ্যের কলেজগুলিতে বিভিন্ন অস্থায়ী শিক্ষকদের স্টেট এডেড কলেজ টিচার্স পদে উন্নীত করার ব্যাপারে খুব শিগগিরই নির্দেশিকা জারি করবে উচ্চশিক্ষা দফতর। কলেজগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হবে। এ সংক্রান্ত ফাইলে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে আগেই। কিন্তু করোনা ভাইরাসের কারণে চলতে থাকা লকডাউনের কারণে অনেকটা সময় লাগছে। উচ্চশিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে অতিথি শিক্ষকদের ব্যাপারে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর গত ২৩ ডিসেম্বর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তা কার্যকর করার ব্যাপারে কলেজগুলিকে দ্রুত নোটিশ দেওয়া হবে।
এ ব্যাপারে যে ঘোষিত নীতি ছিল, তা কার্যকর করা হবে। এর সঙ্গে পিটিটি, সিডব্লুটিটিও যুক্ত আছে।"
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজের আংশিক সময়ের শিক্ষক, অতিথি শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী তাঁদের এক ছাতার তলায় এনে স্টেট এডেড কলেজ টিচার্স পদে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ নিয়ে গত ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট দফতর। যা অনুসারে এই শিক্ষকরা এবার থেকে রাজ্য সরকারের কাছ থেকে সরাসরি বেতন পাবেন।
জানুয়ারি থেকেই এই বিজ্ঞপ্তি কার্যকর করার কথা বলা হয়। সেইমতো এই তিন ধরনের শিক্ষকদের যোগ্যতা সম্পর্কিত তথ্য যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়। ভেরিফিকেশন শেষ হলেও অনুমোদন দেওয়ার বিষয়টি আটকে ছিল। এতদিন পর সমস্যার সমাধান হওয়ায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অতিথি শিক্ষকদের সংগঠন।
Loading...
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজের আংশিক সময়ের শিক্ষক, অতিথি শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী তাঁদের এক ছাতার তলায় এনে স্টেট এডেড কলেজ টিচার্স পদে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ নিয়ে গত ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট দফতর। যা অনুসারে এই শিক্ষকরা এবার থেকে রাজ্য সরকারের কাছ থেকে সরাসরি বেতন পাবেন।
জানুয়ারি থেকেই এই বিজ্ঞপ্তি কার্যকর করার কথা বলা হয়। সেইমতো এই তিন ধরনের শিক্ষকদের যোগ্যতা সম্পর্কিত তথ্য যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়। ভেরিফিকেশন শেষ হলেও অনুমোদন দেওয়ার বিষয়টি আটকে ছিল। এতদিন পর সমস্যার সমাধান হওয়ায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অতিথি শিক্ষকদের সংগঠন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন