গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। এমন আবহে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বেশ সোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।
জাতির ভিত্তিতে চাকরি বা শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের দাবি কোনও নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।
ফের এক বার জানিয়ে দিল শীর্ষ আদালত। একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, সংরক্ষণকে কেউ নিজের মৌলিক অধিকার হিসাবে দাবি করতে পারবে না। সংরক্ষণ না দেওয়া হলেও তা সংবিধানের অধিকারকে কোনও ভাবেই লঙ্ঘন করে না।
তামিলনাড়ুর মেডিক্যাল কলেজগুলির ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষণের দাবিতে করা এক গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, চাকরি বা শিক্ষায় সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।
জাতির ভিত্তিতে চাকরি বা শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের দাবি কোনও নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন