গোটা দেশে পঞ্চম দফার লকডাউন চলছে। আর এর মধ্যে রাজ্য সরকারি কর্মীদের স্বস্তি দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে কোনও সরকারি কর্মী নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে অফিসে ঢুকলে লাল-কালি পড়বে না।
সরকারি কর্মীদের এব্যাপারে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। তবে এই পর্যায়ে আনলক-১ তৎপরতাও শুরু হয়েছে গোটা দেশে। যদিও চিকিৎসকদের অনুমান এর ফলে রাজ্য সহ গোটা দেশে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা।
করোনা আতঙ্ক সঙ্গে নিয়েও ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় গোটা দেশ।
Loading...
বাংলাতেও সেই তৎপরতা জারি। কন্টেনমেন্ট জোনগুলিতে বিধি-নিষেধ থাকলেও অন্য এলাকাগুলিতে খুলে গিয়েছে দোকান-বাজার। চলছে গাড়ি। এই পরিস্থিতিতে ৭০ শতাংশ কর্মী নিয়ে চলছে রাজ্য সরকারি দফতরগুলি। একাধিক বেসরকারি প্রতিষ্ঠানও কম সংখ্যক কর্মী নিয়ে অফিস চালাচ্ছে। যদিও এখনও রাজ্যে পরিবহণ ব্যবস্থা পুরোপুরি সচল হয়নি। পথে দেখা মেলাই ভার বেসরকারি বাসের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের দফতরে পৌঁছতে দেরি হলেও লাল-কালি পড়বে না বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন