জ্বর নিয়ে শিলিগুড়ির নার্সিংহোমে ভরতি হলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। তাঁর সোয়াবের নমুনা পরীক্ষাও করানো হয়েছিল। তবে তা নেগেটিভ এসেছিল।
এদিন দুপুরে তাঁকে মাটিগাড়ার এক নার্সিংহোমে ভরতি করা হয়। এর আগে তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। তাঁর সঙ্গে দেখা করতে নার্সিংহোমে যান বাম নেতারা। শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের তরফে শংকর ঘোষ বলেন, "নার্সিংহোমে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বুকে সামান্য ব্যথা রয়েছে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন।" করোনা সংক্রমণের মাঝে জ্বর হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়েছিলেন।
তবে, তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আগে নিজেও জানিয়েছিলেন অশোক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, "ভয়ের কিছু নেই। সামান্য জ্বর হয়েছে। হালকা ঠাণ্ডা লেগেছে। চিকিৎসকদের পরামর্শ নিয়েছি। চিন্তার কিছু নেই।"
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন