সিপিএমের মুখপত্র 'গণশক্তি' পত্রিকায় চিনকে সমর্থন করে প্রতিবেদন প্রকাশ করেছে! আর এই অভিযোগে আজ 'গণশক্তি ভবন' ঘেরাও করে আটক বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল। আটক করা হল বেশ কয়েকজনকে। মৌলালির কাছে পত্রিকার দফতরের সামনে এ নিয়ে বিশাল ধুন্ধুমার। চিনা প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভের আঁচ আরও বাড়ালেন মহিলা মোর্চার সদস্যরা। চূড়ান্ত উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হিমশিম দশা কলকাতা পুলিশের।
বিক্ষোভকারীদের ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি এদিন সৌরিশ ভট্টাচার্য্য নামে বিজেপি যুব মোর্চার এক কর্মীকে পুলিস গ্রেফতার করে। অভিযোগ, তিনি মহিলাদের মাঝে ঢুকে উস্কানিমূলক কথা বলছিলেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যাহত হয় যান চলাচল।
এদিন বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পালও। তিনি বলেন, "সিপিএমের মুখপাত্র দেশবিরোধী কাজ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ অন্যায় ভাবে আমাদের মেয়েদের গ্রেফতার করছে। এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর এই আচরণের প্রতিবাদ জানাচ্ছি।"
তবে এ বিষয়ে এখনও গণশক্তি পত্রিকা অথবা সিপিএমের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Loading...
তবে এ বিষয়ে এখনও গণশক্তি পত্রিকা অথবা সিপিএমের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন