গোটা রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ৩৭১ জন। ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে । মৃত ৮ জনের মধ্যে ৭ জনই কলকাতার, একজন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৫। রাজ্যে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৫,৫০১। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৩,৭০০ জন।
এমন পরিস্থিতিতে আপাতত খুলছে না রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠান। গোটা জুন মাস বন্ধ রাখা হচ্ছে। রবিবার এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আপাতত কলেজও বন্ধ থাকছে গোটা জুন মাস। যদিও এর আগে স্কুল ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এমনকি মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন জুন মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
আজ শিক্ষামন্ত্রীর এই প্রসঙ্গে বলেন, ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত সমস্ত বিভাগই বন্ধ থাকবে। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ পড়ুয়াদের, শিক্ষক-শিক্ষিকাদের সুস্থতা।"এ দিন শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিকের যে তিনদিনের পরীক্ষা বাকি রয়েছে, সেই প্রসঙ্গে বলেন, "সামাজিক দূরত্ব বিধি মানার জন্য পরীক্ষা কেন্দ্র আরও বাড়ান হবে। পরীক্ষার্থীদের যতটা সম্ভব বাড়ির কাছের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন