চতুর্থ দফার লকডাউন প্রায় শেষ পর্যায়ে। কিন্তু টানা লকডাউনের পরেও কমছে না এই মারণ ভাইরাসের সংক্রমণ। দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ৩১ মে শেষ হয়ে যাচ্ছে লকডাউন। কিন্তু, এরপর কোন পথে এগোবে দেশ, তা নিয়ে চিন্তিত অনেকেই। বিশেষজ্ঞদের অনুমান, কিছু নিয়ম পরিবর্তন করে পঞ্চ দফার লকডাউন ঘোষণা করা হবে। এই অবস্থায় রাজ্যে যে লকডাউন এখনই তুলতে চাইছে না, সেকথা জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।
গতকাল কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে একথা জানিয়েছেন তিনি। রাজ্য সরকার চায় না, এখনই লকডাউন উঠে যাক। বিশেষত লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে আপত্তি রয়েছে রাজ্যের। রাজ্য সরকার মনে করছে, এখনই লকডাউন তুললে বাড়তে পারে সংক্রমণ। এমনিতেই শ্রমিক স্পেশাল ট্রেনে আসা পরিযায়ী শ্রমিকদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। যা থেকে আতঙ্ক ছড়িয়েছে।
এদিন লকডাউনের মেয়াদ বৃদ্ধি, আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নবান্নে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে ছিলেন মুখ্যসচিব। সেখানেই এই আপত্তির কথা জানানো হয়েছে। জানানো হয়েছে, এখনই লকডাউন তুলতে চায় না রাজ্য।
তবে সম্ভবত কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেন চলতে শুরু করলে সামাজিক দূরত্ব বজায় থাকবে না। আর তার থেকে সংক্রমণ বেড়ে যাবে বলে আশঙ্কা।
Loading...
তবে সম্ভবত কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেন চলতে শুরু করলে সামাজিক দূরত্ব বজায় থাকবে না। আর তার থেকে সংক্রমণ বেড়ে যাবে বলে আশঙ্কা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন