গোটা রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই মারণ ভাইরাসের সংক্রমণ কবে থামবে তা এখন বলা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবার করোনা আক্রান্ত সুজিত বসু। রাজ্যের দমকল-মন্ত্রীর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
উপসর্গ না থাকায় বাড়িতেই আপাতত আইসোলেশনে রয়েছেন মন্ত্রী। করোনা আক্রান্ত দমকল মন্ত্রীর স্ত্রী এবং বাড়ির পরিচারিকাও।
সুজিত বসু রাজ্যের প্রথম মন্ত্রী যাঁর শরীরে এই মারণ ভাইরাস ধরা পড়ল। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ এখনও পর্যন্ত নেই বলে মন্ত্রী নিজেই জানিয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। মন্ত্রী জানান, তাঁর প্রথম পরীক্ষার রেজাল্ট বৃহস্পতিবার পজিটিভ আসে। পরবর্তী পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
জানা গিয়েছে, দিনকয়েক আগে সুজিত বসুর বাড়ির পরিচারিকা করোনায় আক্রান্ত হন। এরপর নিয়ম মেনে দমকল-মন্ত্রী এবং তাঁর পরিবারের প্রত্যেকের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। বৃহস্পতিবারই পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তাতেই দেখা যায় সুজিত বসুর রিপোর্ট কোভিড পজিটিভ।
সুজিত বসু রাজ্যের প্রথম মন্ত্রী যাঁর শরীরে এই মারণ ভাইরাস ধরা পড়ল। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ এখনও পর্যন্ত নেই বলে মন্ত্রী নিজেই জানিয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। মন্ত্রী জানান, তাঁর প্রথম পরীক্ষার রেজাল্ট বৃহস্পতিবার পজিটিভ আসে। পরবর্তী পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন