রাজ্যে করোনা আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির জন্য কেন্দ্রের দিকে আঙুল তুলেছিলেন তিনি। এর পরেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত করোনা বুলেটিনে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের প্রতিফলন দেখা গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২৭৭ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
যার জেরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৮১৩ জন। এর মধ্যে বর্তমানে ২,৭৩৬ জনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। গতকালের থেকে এই সংখ্যাটা ১৬৩ জন বেশি।
অপরদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে প্রাণ গিয়েছে আরও ৭ জনের। যার ফলে এ রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৩০ জন এই মারণ ভাইরাসের বলি হলেন। আর কো-মরবিডিটিতে মারা গিয়েছেন আরও ৭২ জন।
করোনাকে জয় করে রাজ্যে সুস্থ হয়ে ওঠার ঘটনাও অব্যাহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১০৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে এখনও পর্যন্ত মোট ১,৭৭৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। সুস্থতার হার ৩৬.৮৭ শতাংশ।
Loading...
করোনাকে জয় করে রাজ্যে সুস্থ হয়ে ওঠার ঘটনাও অব্যাহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১০৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে এখনও পর্যন্ত মোট ১,৭৭৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। সুস্থতার হার ৩৬.৮৭ শতাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন