চলতে থাকা লকডাউনের মধ্যে গোটা দেশে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন আতঙ্কের মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেন করোনা আক্রান্ত তিনজন রোগী। দেশের মধ্যে এই প্রথমবার করোনা রোগীর উপরে হোমিওপ্যাথি চিকিৎসা প্রয়োগ করে সাফল্য এলো মধ্যপ্রদেশের ভোপালে।
গত ১৩ মে থেকে করোনার হাল্কা উপসর্গ নিয়ে ভোপালের সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তিন জন রোগীকে ভর্তি করা হয়।
করোনা পরীক্ষার পর এই তিন জন রোগীর রিপোর্টই পজিটিভ আসে। দশ দিন ওই হোমিওপ্যাথিক হাসপাতালে রেখে চিকিৎসার পর ওই তিন জনের ফের করোনা পরীক্ষা করা হয়। এবার তাঁদের পরীক্ষার ফল নেগেটিভ আসে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে ওই তিনজনকে ছুটি দেওয়া হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন