রাজ্য সহ গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আজ, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। এর আগে বাংলায় ২৪ ঘণ্টার মধ্যে এত করোনা পজিটিভ রোগী একদিনে পাওয়া যায়নি।
ওই বুলেটিন অনুসারে, এই আচমকা বৃদ্ধির পরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল সাড়ে চার হাজার।
Loading...
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গেছেন আরও ৬ জন। ফলে কোভিডে মোট মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়াল ২২৩। আরও ৭২ জন শরীরে করোনা সংক্রমণ থাকা অবস্থায় মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। এর ফলে করোনা নিয়ে মোট মৃত্যু এ রাজ্যে ঘটেছে ২৯৫ জনের। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় ৯০ জন সুস্থও হয়ে উঠেছেন। ফলে মোট কোভিডজয়ীর সংখ্যাও এ রাজ্যে ১৬৬৮।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন