ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত মানুষের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত দশ লক্ষ বাড়ি মেরামতের জন্য এককালীন ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে বুধবার নবান্নে জানান মুখ্যমন্ত্রী। ওই টাকা বিলি-বণ্টনের জন্য রাজ্য ও জেলা স্তরে টাস্ক ফোর্স গঠনের কথাও জানিয়েছেন তিনি। যাঁদের পানবরজের ক্ষতি হয়েছে, তাঁদের এককালীন ৫ হাজার টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি।
এদিন নবান্ন সভাঘর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলা প্রশাসনের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সিইএসসি-র পাঠানো একটা রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, ওরা জানিয়েছে, তাদের ৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে ৩২.৭ লক্ষ মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া গিয়েছে। এরপরও ৩০ হাজার গ্রাহকের বাড়ি বাকি। ওই কাজ যুদ্ধকালীন তৎপরতায় করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয় ১০৩টি পুরসভার মধ্যে ১০১টিতে সরবরাহ সম্ভব হয়েছে। পুজালি ও গোবরডাঙায় কিছুটা সমস্যা রয়েছে। তবে খুব তাড়াতাড়ি তা মিটে যাবে। এদিনের বৈঠক থেকে সব জেলাশাসকদের মুখ্যমন্ত্রী বলেন, নজর রাখবেন, কেউ যেন অনাহারে না মারা যায়। যত চাল লাগে আমি দেব। যাঁরা ত্রাণ শিবিরে আছেন, তাঁরাও যাতে ঠিকমতো খাবার পান সেটা দেখার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেন মমতা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন