একদিকে করোনার দাপট, অপর দিকে আমফানের তাণ্ডবে বেসামাল গোটা রাজ্য। ১০ জুন নয়, রাজ্যে সব স্কুল খুলবে ৩০ জুন। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, যে স্কুল জীবাণুমুক্ত করে খুলে দিলেই চলত, সাইক্লোনে সেগুলি ভেঙেচুরে গিয়েছে। সেখানে মেরামতের কাজ করতে হবে।
এর পাশাপাশি ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদেরও স্কুলে আইসোলেট করে রাখার কাজ চলছে। এর জন্য ভবিষ্যতে আরও স্কুল প্রয়োজন। সব মিলিয়ে ৩০ জুনের আগে স্কুল খোলা যাবে না বলেই সরকার সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিইআরটি-ও জুলাই থেকে স্কুল খোলারই নির্দেশ দিয়েছে।
উচ্চ মাধ্যমিকের রুটিনে অবশ্য কোনও হেরফের হচ্ছে না। ২৯ জুনের পরীক্ষাগুলি হচ্ছে। তবে সাইক্লোনে বিধ্বস্ত আটটি জেলায় মোট ১০৫৮টি উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র বাছাই করা হয়েছিল। তার মধ্যে ৪৬২টি স্কুলকে পরীক্ষা গ্রহণের অনুপযুক্ত করে দিয়েছে আমফানের তাণ্ডব। তাই অন্য স্কুল বাছাই করার পাশাপাশি এলাকার কলেজগুলিকেও পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে।
Loading...
উচ্চ মাধ্যমিকের রুটিনে অবশ্য কোনও হেরফের হচ্ছে না। ২৯ জুনের পরীক্ষাগুলি হচ্ছে। তবে সাইক্লোনে বিধ্বস্ত আটটি জেলায় মোট ১০৫৮টি উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র বাছাই করা হয়েছিল। তার মধ্যে ৪৬২টি স্কুলকে পরীক্ষা গ্রহণের অনুপযুক্ত করে দিয়েছে আমফানের তাণ্ডব। তাই অন্য স্কুল বাছাই করার পাশাপাশি এলাকার কলেজগুলিকেও পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন