গোটা দেশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। করোনা পরবর্তী সময়ে বদলে যাবে বহু ধ্যান ধারণা। এতদিন হোম ডেলিভারি বলতে গ্যাস, খাবার, পোশাক, বই, বিভিন্ন কথাই ধরা হত। কিন্তু আগামী-দিনে এই কনসেপ্ট বদলে যেতে চলেছে। ভবিষ্যতে বাড়ি বসেই পেয়ে যেতে পারেন পেট্রল এবং সিএনজি।
কেন্দ্র যে এই পথেই ভাবনা চিন্তা করছ। এমন আভাস শুক্রবার পাওয়া গেল কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়। সারা দেশ যে নিয়মের বেড়াজালে আটকে পড়েছে, সেই পরিস্থিতিতে গাড়ির মালিকদের যাতে আগামীদিনে কোনও সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপের নিতে পারে কেন্দ্র। ভারতের সর্ববৃহত্ জ্বালানি রিটেলার সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ২০১৮ সালে বাড়ি বাড়ি ডিজেলের হোম ডেলিভারি শুরু করেছিল। মোবাইল ডিসপেন্সারের মাধ্যমে নির্দিষ্ট কিছু শহরেই এই পরিষেবা দেওয়া হত।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের ক্রেতা। কিন্তু দেশজুড়ে লকডাউনের কারণে শুধুমাত্র এপ্রিল মাসেই তেলের চাহিদা ৭০ শতাংশ কমে গিয়েছিল। এখনও পেট্রলের চাহিদা গত বছরের তুলনায় ৪৭ শতাংশ কম। ডিজেলের চাহিদাও প্রায় ৩৫ শতাংশ কম।
সম্প্রতি টাটা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলা স্টার্ট আপ সংস্থা রিপোজ এনারজি ও মোবাইল পেট্রল পাম্প পরিষেবা শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিল। পুনের এই সংস্থা জানিয়েছিল চলতি আর্থিক বছরে ৩২০০টি মোবাইল পেট্রল পাম্প তৈরি করবে তারা।
Loading...
সম্প্রতি টাটা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলা স্টার্ট আপ সংস্থা রিপোজ এনারজি ও মোবাইল পেট্রল পাম্প পরিষেবা শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিল। পুনের এই সংস্থা জানিয়েছিল চলতি আর্থিক বছরে ৩২০০টি মোবাইল পেট্রল পাম্প তৈরি করবে তারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন