রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে উঠেছে একাধিক অনিয়মের অভিযোগ। আর এই নিয়ে মামলা দায়ের হয় আদালতে। সেই মামলার জট সরিয়ে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ করাটা কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসের ১৬ তারিখ আছে উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি।
ওই শুনানি দিকে তাকিয়ে আছেন রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক। যদিও কমিশন নিয়োগ করতে প্রস্তুত আছে সেটা আদালতে ফের একবার জানিয়ে আদালতের উপর চাপ তৈরি করার চেষ্টা করবে। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে।
অপরদিকে এবারের শুনানির দিন কমিশনকে রেসিও নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সূত্রের খবর, রেসিও নিয়ে ঠিক কি যুক্তি বা তথ্যপ্রমাণ আদালতে কমিশন দেখাবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি কমিশন।
এবারের শুনানির দিন রেসিও নিয়ে কমিশনের বক্তব্য বিচারক যদি যুক্তিযুক্ত বলে মনে করেন, তাহলে নিয়োগ জট খোলার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু তার সম্ভাবনা কম বলে ওই সূত্রের দাবি। তাই পরীক্ষার্থীরা তাকিয়ে আছেন আদালতের দিকে।
অপরদিকে এবারের শুনানির দিন কমিশনকে রেসিও নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সূত্রের খবর, রেসিও নিয়ে ঠিক কি যুক্তি বা তথ্যপ্রমাণ আদালতে কমিশন দেখাবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি কমিশন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন