আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের পাহাড় জমেছে আদালতে। সেই অভিযোগের পাহাড় সরিয়ে নিয়োগের কাজ শেষ করাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।
যদিও তারা যে শিক্ষক নিয়োগের কাজ দ্রুত শেষ করতে প্রস্তুত সেটা আদালতে জানিয়েছে কমিশন।
শুক্রবার আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল।
দুই তরফের বক্তব্য শোনার পরে পরবর্তী শুনানির দিন জানিয়ে দিয়েছে আদালত। আদালত থেকে পাওয়া খবর অনুসারে, ইন্টারভিউ দেবার পরে মেধা তালিকা থেকে বেশকিছু পরীক্ষার্থীর বাদ পড়ার প্রসঙ্গ উঠে আসে। এই নিয়ে কমিশন স্পষ্ট ভাবে জানিয়ে দেয়,ওই সমস্ত প্রার্থী যোগ্য প্রার্থী নয় বলেই ওদের নাম মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বিতর্ক যাই থাক, আজকের এই শুনানির দিকে তাকিয়ে ছিলেন কয়েক হাজার হবু শিক্ষক। আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানির দিন চলতি মাসের ১৬ তারিখ। এই খবরে বেশ হতাশ হবু শিক্ষকদের একটা বড় অংশ।
শুক্রবার আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল।
Loading...
বিতর্ক যাই থাক, আজকের এই শুনানির দিকে তাকিয়ে ছিলেন কয়েক হাজার হবু শিক্ষক। আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানির দিন চলতি মাসের ১৬ তারিখ। এই খবরে বেশ হতাশ হবু শিক্ষকদের একটা বড় অংশ।
Loading...
হয় বলুক প্যানেল বাতিল আর নয়তো নিয়োগ শুরু করুক। এভাবে দিনের পর দিন তারিখ দেওয়ার মানে কী!!!!! শালা শু######## কমিশন
উত্তরমুছুন