রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলছে কয়েক বছর ধরে। আর এই নিয়ে বেশ অস্বস্তিতে রাজ্য সরকার।
এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, আপার প্রাইমারিতে নিয়োগ জটিলতা কাটবে কবে? যদিও এটা আদালতের বিচারাধীন বিষয়। শেষ কথা বলবে আদালত।
আপার মামলার গুরুত্বপূর্ণ শুনানি আছে ১০ তারিখ। অর্থাৎ আগামী কাল। এই মামলার শুনানির দিকে তাকিয়ে আছেন কয়েক হাজার হবু শিক্ষক। কিন্তু প্রশ্ন আইনি জটিলতা কি আগামী কাল কাটবে? যদিও কমিশনের কোনও আধিকারিক এই প্রসঙ্গে মন্তব্য করতে নারাজ। তবে কমিশন বেশ কিছু ব্যাপারে বেশ চাপে আছে তা স্পষ্ট। ইন্টারভিউ দিয়েও মেরিট লিস্ট থেকে প্রার্থীদের বাদ দেওয়ার কারণ কি? কমিশন রেসিও মেনটেন করেছে কিনা?
এই দুই প্রশ্নে কমিশন বেশ চাপে। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে।
এই দুই প্রশ্নের সঠিক উত্তর কমিশন আদালতে না দিতে পারলে আগামী কাল আপারের নিয়োগ জট খোলার সম্ভাবনা খুবি কম, এমনটাই মনে করছেন আইনজীবীদের অনেকেই। তবে এই নিয়োগ নিয়ে শেষ কথা বলবে আদালত। তাই দেখার আদালত আগামী কাল কি সিদ্ধান্ত নেয়। সেই দিকে তাকিয়ে কমিশন ও পরীক্ষার্থীরা।
আপার মামলার গুরুত্বপূর্ণ শুনানি আছে ১০ তারিখ। অর্থাৎ আগামী কাল। এই মামলার শুনানির দিকে তাকিয়ে আছেন কয়েক হাজার হবু শিক্ষক। কিন্তু প্রশ্ন আইনি জটিলতা কি আগামী কাল কাটবে? যদিও কমিশনের কোনও আধিকারিক এই প্রসঙ্গে মন্তব্য করতে নারাজ। তবে কমিশন বেশ কিছু ব্যাপারে বেশ চাপে আছে তা স্পষ্ট। ইন্টারভিউ দিয়েও মেরিট লিস্ট থেকে প্রার্থীদের বাদ দেওয়ার কারণ কি? কমিশন রেসিও মেনটেন করেছে কিনা?
Loading...
এই দুই প্রশ্নের সঠিক উত্তর কমিশন আদালতে না দিতে পারলে আগামী কাল আপারের নিয়োগ জট খোলার সম্ভাবনা খুবি কম, এমনটাই মনে করছেন আইনজীবীদের অনেকেই। তবে এই নিয়োগ নিয়ে শেষ কথা বলবে আদালত। তাই দেখার আদালত আগামী কাল কি সিদ্ধান্ত নেয়। সেই দিকে তাকিয়ে কমিশন ও পরীক্ষার্থীরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন