রাজ্যে ফের কবে শিক্ষক নিয়োগ হবে তা এখন আলোচনার বিষয় পরীক্ষার্থীদের কাছে। যদিও সরকারের তরফে কবে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে তা এখনও স্পষ্ট ভাবে কিছু ঘোষণা করেনি।
তবে এদিন একটি ইংরাজি মাধ্যম স্কুল উদ্বোধন করতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সরকারের পরিকল্পনা গোটা রাজ্যে ১০০ ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করার। যাতে সাধারণ বাড়ির ছাত্র-ছাত্রীরা পড়ার সুযোগ পায়।
তিনি দাবি করেন এখনও পর্যন্ত ৬৬ টি স্কুল তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সেখানে পঠনপাঠনের কাজ দ্রুত শুরু হবে।
এর পরেই প্রশ্ন ওঠে , ওই সমস্ত স্কুলে শিক্ষক হিসাবে কাদেরকে নিয়োগ করা হবে। সূত্রের খবর, এখনও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয় নি। তবে এখন চুক্তিভিত্তিক শিক্ষক দিয়ে ওই সমস্ত স্কুল গুলিতে পড়ানোর কাজ শুরু করতে চাইছে সরকার। পরে কমিশনের মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের কথা ভাববে সরকার।
Loading...
এর পরেই প্রশ্ন ওঠে , ওই সমস্ত স্কুলে শিক্ষক হিসাবে কাদেরকে নিয়োগ করা হবে। সূত্রের খবর, এখনও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয় নি। তবে এখন চুক্তিভিত্তিক শিক্ষক দিয়ে ওই সমস্ত স্কুল গুলিতে পড়ানোর কাজ শুরু করতে চাইছে সরকার। পরে কমিশনের মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের কথা ভাববে সরকার।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন