এবার থেকে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অধিকার রাজ্যের তৈরি মাদ্রাসা সার্ভিস কমিশনেরই। আগের দেওয়া কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিল, পশ্চিমবঙ্গ সরকারের তৈরি মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধ।
এই রায়ের ফলে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলির সংখ্যালঘু প্রতিষ্ঠানের মর্যাদা অটুট থাকল। তবে বৃহত্তর স্বার্থে শিক্ষক নিয়োগের অধিকার দেওয়া হল মাদ্রাসা সার্ভিস কমিশনকেই।
বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চ রায় দিতে গিয়ে জানিয়েছে, কমিশন হোক বা ম্যানেজিং কমিটি, এতদিন পর্যন্ত সেসব নিয়োগ হয়েছে, সেগুলি বহাল থাকবে।
তবে এবার থেকে নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে আবেদন করা হবে বলে জানান কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার আইনজীবী আবু সোহেল।
বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চ রায় দিতে গিয়ে জানিয়েছে, কমিশন হোক বা ম্যানেজিং কমিটি, এতদিন পর্যন্ত সেসব নিয়োগ হয়েছে, সেগুলি বহাল থাকবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন