শিক্ষকদের উপর নজরদারি বাড়াতে বিশেষ পদ্ধতি শুরু হতে চলেছে। উপস্থিতি ও নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যালয়ে না থাকা শিক্ষক শিক্ষিকাদের ফাঁকিবাজি রুখতে বাঁকুড়া জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালু করবে বিদ্যালয় সংসদ।
ইতিমধ্যে জেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে।
ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রথম দফায় ওই বিদ্যালয়গুলিতে বায়োমেট্রিক হাজিরার মেশিন বসানো হবে। পরে ৬ মাসের মধ্যে ৫০-এর বেশি ছাত্র রয়েছে এরকম বিদ্যালয়গুলিতে বায়োমেট্রিক হাজিরার মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তৃতীয় ধাপে ৫০ বা তার কম পড়ুয়া রয়েছে এমন বিদ্যালয়গুলিতে বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানোর ব্যবস্থা করা হবে। এভাবে ধাপে ধাপে জেলার সমস্ত প্রাথমিক স্কুল অর্থাৎ ৩৬৬৪টি স্কুলে বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানো হবে।
এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, মেশিন বসানোর জন্য বিদ্যালয়গুলির পাওয়া কম্পোজিট ফান্ড থেকে টাকা খরচ করার জন্য নির্দেশ দেওয়া হবে।
ইতিমধ্যে জেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে।
Loading...
এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, মেশিন বসানোর জন্য বিদ্যালয়গুলির পাওয়া কম্পোজিট ফান্ড থেকে টাকা খরচ করার জন্য নির্দেশ দেওয়া হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন