'গো ব্যাক প্রধানমন্ত্রী...গো ব্যাক মমতা'-স্লোগান উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শনিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় জমায়েত ও স্লোগান চলছিল।
রাতে রাজভবনের পথে এগোতে বাধা পেয়ে সেই বিক্ষোভ থেকেই স্লোগান উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে শহরজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিল বাম, কংগ্রেস। ভোর সাড়ে ৬ টা থেকেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য সব যাত্রাপথে সেই মতোই জমায়েত ছিল চোখে পড়বার মতন। মোদীর বিরুদ্ধে 'গো ব্যাক' স্লোগান লেখা প্ল্যাকার্ড, কালো বেলুন হাতে সেই বিক্ষোভ চলে সর্বত্র। প্রধানমন্ত্রী অবশ্য বিমানবন্দর থেকে কপ্টারে রেসকোর্সে এসে রাজভবনে চলে যান।
পরে সন্ধ্যায় ধর্মতলার সেই বিক্ষোভ থেকেই বাম ছাত্রদের একটি মিছিল রাজভবনে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ বাধা দিলে চরম উত্তেজনা তৈরি হয়। তখনই রানি রাসমনি অ্যাভিনিউর তৃণমূলের ছাত্র সংগঠনের মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রীর উদ্দেশে 'গো ব্যাক' স্লোগান দেন তারা। মুখ্যমন্ত্রী বলেন, আপনারা যে দাবিতে আন্দোলন করছেন, আমরাও সেই একি দাবিতে পথে আছি। শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন।" বিক্ষোভকারী ছাত্রদের তরফে পাল্টা জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী যদি তাঁদের দাবিকে সমর্থন করেন, তবে ব্যারিকেড সরিয়ে তাদের রাজভবনে যেতে দেওয়া হোক।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে শহরজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিল বাম, কংগ্রেস। ভোর সাড়ে ৬ টা থেকেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য সব যাত্রাপথে সেই মতোই জমায়েত ছিল চোখে পড়বার মতন। মোদীর বিরুদ্ধে 'গো ব্যাক' স্লোগান লেখা প্ল্যাকার্ড, কালো বেলুন হাতে সেই বিক্ষোভ চলে সর্বত্র। প্রধানমন্ত্রী অবশ্য বিমানবন্দর থেকে কপ্টারে রেসকোর্সে এসে রাজভবনে চলে যান।
পরে সন্ধ্যায় ধর্মতলার সেই বিক্ষোভ থেকেই বাম ছাত্রদের একটি মিছিল রাজভবনে যাওয়ার চেষ্টা করে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন