কয়েক বছর ধরে চলা আইনি জটিলতা কেটেছে ২ দিন আগে। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধতা পেয়ে যাওয়ায়, তার মাধ্যমে প্রায় সাত হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া এবার শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজ্যে সরকারের সাহায্যে চলা ৬১৪টি মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে ওই সংখ্যক শূন্যপদ রয়েছে। দীর্ঘ আইনি লড়াই চলার জন্য ২০১৪ সালের পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কোনও পরীক্ষা নিতে পারেনি।
আর এই কারণে শূন্যপদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান আব্দুর রউফ এই প্রসঙ্গে জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সাধারণত তাঁদের পরীক্ষা নেওয়া হতো। সেটা নেওয়া যাচ্ছিল না আইনি জটিলতার কারণে। তবে ২০১৪ সালের পরীক্ষার ভিত্তিতে সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ বেশ কয়েকমাস আগে করা হয়েছে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে এটা করা হয়। যদিও গ্রুপ ডি সহ শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক নিয়োগ প্রভৃতি যে করা যায়নি, তা চেয়ারম্যান মেনে নিয়েছেন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন