ইন্টারনেট পরিসেবা সহ একাধিক বিষয়ে জম্মু-কাশ্মীরে সমস্ত নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে পর্যালোচনার নির্দেশ দিল শীর্ষ আদালত।
এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা বহাল রেখেছে সরকার, এই নিয়ে মামলা দায়ের করেন কাশ্মীর টাইমসের সম্পাদক ও কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ।
বিচারপতি এন ভি রামানা, আর সুভাষ রেড্ডি ও বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল এদিন।
আদালত এদিন বলে, " বর্তমানে তথ্য আদানপ্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। এটি মত প্রকাশের স্বাধীনতারই একটি অংশ। সুতরাং এ বিষয়ে দ্রুত পর্যালোচনা করতে হবে।" এর পরে আদালত আরও বলে, অনির্দিষ্ট কালের জন্য ইন্টারনেট বন্ধ রাখা যায় না।
এটা ক্ষমতার অপব্যবহার বলেই মনে করছে তারা। সরকারি সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধ ইন্টারনেটে নিষেধাজ্ঞার কারণ হতে পারে না। এটা বাক-স্বাধীনতার অংশ। এই বিষয়টি বিবেচনা করা উচিত প্রশাসনের। আদালত আরও বলে, সমস্ত নির্দেশ এবং ফোন পরিষেবার উপর নিষেধাজ্ঞার বিষয়ে ১৪৪ ধারার অধীনে যে সব নির্দেশ আছে সরকারকে সেগুলোও দ্রুত প্রকাশ করতে হবে।
এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা বহাল রেখেছে সরকার, এই নিয়ে মামলা দায়ের করেন কাশ্মীর টাইমসের সম্পাদক ও কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ।
আদালত এদিন বলে, " বর্তমানে তথ্য আদানপ্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। এটি মত প্রকাশের স্বাধীনতারই একটি অংশ। সুতরাং এ বিষয়ে দ্রুত পর্যালোচনা করতে হবে।" এর পরে আদালত আরও বলে, অনির্দিষ্ট কালের জন্য ইন্টারনেট বন্ধ রাখা যায় না।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন