নির্ভয়ার ২ ধর্ষকের মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। মঙ্গলবার বিচারপতি এনভি রামান্না, অরুণ মিশ্র, আরএফ নারিম্যান, আর ভানুমতী ও অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ এমন নির্দেশ দেয়।
এই নির্দেশের পরে আগামী ২২ জানুয়ারি নির্ভয়ার ধর্ষকদের ফাঁসিতে ঝোলানোর বিষয়ে আর কোনও বাধা রইল না বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। তবে এখনও রাষ্ট্রপতির কাছে ওই দুই ধর্ষকের প্রাণভিক্ষার আবেদন জানাতে পারে। যদিও তা খারিজ হবে বলে মনে করছেন সবাই।
প্রসঙ্গত, গত সাতই জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্ভয়ার চার ধর্ষককে ২২ জানুয়ারি সকাল সাতটার সময় ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেয় আদালত।
এরপরই সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় দুই ধর্ষক বিনয় শর্মা (২৬) ও মুকেশ কুমার (৩২)। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ এই মামলার রায় দেবে বলে জানায়। সেই অনুযায়ী এদিন ওই দুই সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড মকুবের আবেদন খারিজ করল বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত সাতই জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্ভয়ার চার ধর্ষককে ২২ জানুয়ারি সকাল সাতটার সময় ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেয় আদালত।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন