এবার গুরুতর অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী। রাজ্যে সিন্ডিকেটের সুযোগ নেই বলেই কৃষাণ সম্মান নিধির মত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি। রাজ্যের নীতি নির্ধারকদের ঈশ্বর সুবুদ্ধি দিক।
এভাবে নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী।
আজ কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখার সময় তিনি বেশকিছু বিষয় তুলে ধরেন। ভারতের ইতিহাসে কলকাতা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেতে দেখেছে কলকাতা বন্দর। বাংলার মানুষের কী প্রয়োজন, কী বলতে চায় তা জানেন প্রধানমন্ত্রী।
এর সঙ্গে এই রাজ্যের উন্নয়ন নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের উন্নয়নের চেষ্টা করছে কেন্দ্র, এই কথা বলার পাশাপাশি রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করেন তিনি। বলেন, "প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় দেশের ৮ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। রাজ্যে সিন্ডিকেটের সুযোগ নেই বলেই কিষান সম্মান নিধির মত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি।
আজ কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখার সময় তিনি বেশকিছু বিষয় তুলে ধরেন। ভারতের ইতিহাসে কলকাতা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেতে দেখেছে কলকাতা বন্দর। বাংলার মানুষের কী প্রয়োজন, কী বলতে চায় তা জানেন প্রধানমন্ত্রী।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন