এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন। আইনি কোনও জটিলতা না থাকলেও ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে এখনও কোনও লিখিত চিঠি পায়নি নির্বাচন কমিশন।
যদিও ইতিমধ্যেই ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, এখন ৯২ টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি পৌরসভা এবং পৌরনিগমে সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কলকাতা সহ ৯২টি পৌরসভার সংরক্ষণের খসড়া তালিকা ১৭ জানুয়ারি প্রকাশিত হতে চলেছে।
নিয়ম অনুযায়ী ১৭ জানুয়ারির ১০ সপ্তাহ পর ভোট হলে কোনও আইনি সমস্যা থাকার কথা নয়। অর্থাৎ ২৭ মার্চের পর যে কোনও দিন ভোটর দিন নির্ধারণ হতে পারে। সেই কারণেই মনে করা হচ্ছে যে এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, এখন ৯২ টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি পৌরসভা এবং পৌরনিগমে সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কলকাতা সহ ৯২টি পৌরসভার সংরক্ষণের খসড়া তালিকা ১৭ জানুয়ারি প্রকাশিত হতে চলেছে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন