এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না। মুকুল রায় প্রসঙ্গে এমন নির্দেশ কলকাতা হাইকোর্টর।
নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের মামলায় আপাতত স্বস্তিতে গেরুয়া মুকুল। এদিন হাইকোর্ট সাফ জানিয়ে দেয় সিআইডি তদন্ত চললেও এখনই গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে। এর আগে ওই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাণাঘাট মহকুমা আদালত।
তদন্তের প্রথম থেকেই ওই মামলায় তদন্তে নেমে পুলিশ বিধায়ক খুনে মুকুল রায়ের যোগ সূত্র মেলে বলে আদালতে জানায়।
এখনও পর্যন্ত ওই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে তিন অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বাকি দুই অভিযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস পায়।
তদন্তের প্রথম থেকেই ওই মামলায় তদন্তে নেমে পুলিশ বিধায়ক খুনে মুকুল রায়ের যোগ সূত্র মেলে বলে আদালতে জানায়।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন