শীর্ষ আদালতের রায়ে মাদ্রাসা শিক্ষক নিয়োগ থেকে শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়ে ছিল তা কেটে গিয়েছে। রাজ্যের মাদ্রাসা গুলোর সংখ্যালঘুর মর্যাদা বজায় রেখেই নিয়োগের ক্ষমতা মাদ্রাসা সার্ভিস কমিশনকেই তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের সেই রায় প্রায় ৮ দিনের কাছে অতিক্রান্ত। যদিও সেই রায়ের পরিপ্রেক্ষিতে আটকে থাকা প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কোনও কর্মসূচি গ্রহণ করছে না মাদ্রাসা সার্ভিস কমিশন। যদিও সেই রায়কে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে কাঁথি রহমানীয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটি। পুনর্বিবেচনার আর্জির মামলা বৃহত্তর বেঞ্চে হবে কিনা তা নিয়ে শুনানি প্রধান বিচারপতির এজলাসে হবার কথা ছিল।
কিন্তু সেই শুনানি পিছিয়ে ১৭ তারিখ ধার্য করেছে আদালত। আর তাই এই পরিস্থিতিতে কমিশনের কি করণীয় তা এখনও স্পষ্ট নয়। অপরদিকে দীর্ঘ দিন শিক্ষক নিয়োগ না হবার কারণে পঠনপাঠন লাটে উঠেছে মাদ্রাসা গুলিতে। এর পাশাপাশি শিক্ষক বদলি নিয়েও বিতর্ক আছে। এর পর রয়েছে মৃত শিক্ষকদের পরিবারের সদস্যদের চাকরিতে নিয়োগ করার প্রক্রিয়া।
এমন অবস্থায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের কর্মকর্তারা। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলে আশ্বস্ত করেছেন।
Loading...
এমন অবস্থায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের কর্মকর্তারা। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলে আশ্বস্ত করেছেন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন