এদিন রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। বৈঠকের পরেই রানি রাসমনি রোডে সিএএ বিরোধী ধর্নামঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সিএএ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাজ্যে নাগরিকত্ব আইন থাকবে শুধু খাতায়-কলমে, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিমের কটাক্ষ, সেটিং করতেই মিটিং করেছেন মমতা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পরতেই রানি রাসমনি রোডে সিএএ বিরোধী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিএএ প্রত্যাহারের অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইতিমধ্যেই সিএএ নিয়ে গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করিনি। মোদী এখানে রাস্তা দিয়ে হাঁটেননি। আমাদের কিছু করার ছিল না। রাজ্যের বকেয়ার দাবিতে বৈঠক এই বৈঠক। এই বৈঠকে বলে এসেছি সিএএ মানব না। ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করুন। পিএমকে বলেছি সিএএ মানব নে। প্রাণ থাকতে নয়। এই রাজ্যে সিএএ নয়।"
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পরতেই রানি রাসমনি রোডে সিএএ বিরোধী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন