এদিন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনের সভা থেকে তিনি ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন।
মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে সিএএ,এনআরসি ও এনপিআর হবে না।
মুখ্যমন্ত্রীর কথায়, 'জেনে রাখবেন আমি আপনাদের পাহারাদার। বেঁচে থাকলে এই রাজ্যে সিএএ,এনসিআর হতে দেব না। করতে হলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে।' এর পরে তিনি আরও বলেন, এই রাজ্যে কোনও ভাগাভাগি ও গণ্ডগোল করতে দেব না।
মুখ্যমন্ত্রীর বাংলার মানুষদের উদ্দেশে বলেন, 'ঘরে ঘরে কেউ যদি আপনাদের নাম, বাবার নাম জিজ্ঞেস করেন, তবে ওদের কোনও কথার উত্তর দেবেন না।' যদিও এদিন তিনি ভোটার তালিকায় নাম তোলার যে কাজ চলছে সেটা নিয়ে বলেন, নিজেদের নাম ভোটার তালিকায় তুলে নিন। যদি কারও নাম বা তথ্যে ভুল থাকে তবে দ্রুততার সঙ্গে সংশোধন করে নিন।
মুখ্যমন্ত্রীর কথায়, 'জেনে রাখবেন আমি আপনাদের পাহারাদার। বেঁচে থাকলে এই রাজ্যে সিএএ,এনসিআর হতে দেব না। করতে হলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে।' এর পরে তিনি আরও বলেন, এই রাজ্যে কোনও ভাগাভাগি ও গণ্ডগোল করতে দেব না।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন