ম্যানেজিং কমিটি নয়, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অধিকার রাজ্যের তৈরি মাদ্রাসা সার্ভিস কমিশনেরই, কলকাতা হাইকোর্টের এই রায়কে খারিজ করে এই নির্দেশই দিয়েছিল শীর্ষ আদালত।
সেই রায়কে চ্যালেঞ্জ করে বুধবার দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হল পশ্চিমবঙ্গের মাদ্রাসা ম্যানেজিং কমিটি। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
ম্যানেজিং কমিটির পক্ষে সিনিয়র আইনজীবী সলমন খুরশিদ আদালতে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত। প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলির সংখ্যালঘু প্রতিষ্ঠানের মর্যাদা অটুট থাকবে। কিন্তু, বৃহত্তর স্বার্থে শিক্ষক নিয়োগের অধিকার দেওয়া হল মাদ্রাসা সার্ভিস কমিশনকেই।
প্রসঙ্গত, কয়েক বছর ধরে চলা আইনি জটিলতা কেটেছে ৩ দিন আগে। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধতা পেয়ে যাওয়ায়, তার মাধ্যমে প্রায় সাত হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া এবার শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ফের এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের শরণাপন্ন হওয়াতে শিক্ষক নিয়োগের পরিকল্পনা সাময়িক বাধাপ্রাপ্ত হল বলে মনে করছে বিশেষজ্ঞরা।
Loading...
প্রসঙ্গত, কয়েক বছর ধরে চলা আইনি জটিলতা কেটেছে ৩ দিন আগে। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধতা পেয়ে যাওয়ায়, তার মাধ্যমে প্রায় সাত হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া এবার শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ফের এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের শরণাপন্ন হওয়াতে শিক্ষক নিয়োগের পরিকল্পনা সাময়িক বাধাপ্রাপ্ত হল বলে মনে করছে বিশেষজ্ঞরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন