রাজ্য সরকার খেলাধুলার প্রতি যে বাড়তি গুরুত্ব দিচ্ছে সেই খবর আগেই জানা গিয়েছিল। আর এবার খেলাধুলোর প্রতি পড়ুয়াদের উৎসাহিত করতে বিশেষ ব্যবস্থা নিল সরকার। স্কুলের পড়ুয়াদের উৎসাহ জোগাতে এবার কৃতী খেলোয়াড়দের ভাতা দেওয়ার পরিকল্পনা করল সরকার।
জেলা এবং রাজ্যস্তরে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের এই আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, খেলাধুলোয় অংশ নিলেই দেওয়া হবে জার্সি। এ নিয়ে শিক্ষা-দফতরের পদস্থ কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। খসড়া রিপোর্টও ইতিমধ্যে জমা পড়েছে। শীঘ্রই তা স্কুল ক্রীড়ানীতি হিসেবে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। শহর বা শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান বাচ্চাদের আর্থিক সহায়তা করা হলে, আগামীদিনে আরও অনেক ছেলে-মেয়ে খেলাধুলোর প্রতি আগ্রহ দেখিয়ে এগিয়ে আসবে। এমনই মত শিক্ষাদফতরের কর্তাদের।
উৎসাহ ভাতা দেওয়ার পাশাপাশি কৃতী খেলোয়াড়দের আরও সুযোগ সুবিধা দিতে উদ্যোগী দফতর।
তার মধ্যে হাজিরায় ছাড় থেকে নম্বরের শিথিলতা যেমন রয়েছে, তেমনই স্পোর্টস কোটায় ভর্তির সুযোগও থাকবে। শিক্ষা-দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুলস্তর থেকেই বেশি করে পড়ুয়া যাতে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে উৎসাহী হয়, তার জন্য প্রত্যেক প্রতিযোগীকে ক্রীড়া-পোশাক দেওয়ার পরিকল্পনা আছে। গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা নানা স্তরে অংশগ্রহণ করে। পঞ্চায়েত থেকে ব্লক হয়ে জেলার গণ্ডি পেরিয়ে শেষে রাজ্যস্তরে গিয়ে তা শেষ হয়।
উৎসাহ ভাতা দেওয়ার পাশাপাশি কৃতী খেলোয়াড়দের আরও সুযোগ সুবিধা দিতে উদ্যোগী দফতর।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন