রাজ্যে একাধিক ইংরাজি মাধ্যম স্কুল গড়তে চলেছে রাজ্য সরকার। যদিও প্রথমে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই ইংরেজি মাধ্যম স্কুল গড়বে সরকার। প্রাথমিকভাবে রাজ্যের ৫০টি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একেবারে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠনের জন্য এই স্কুল তৈরি করা হবে বলে জানা গিয়েছে। অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত এইসব ইংরেজি মাধ্যম স্কুলে হস্টেলের ব্যবস্থাও থাকবে।
প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল তৈরির বিষয়ে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দেন।
এরপর মাদ্রাসা বিষয়ক দফতর থেকে ওই চিঠির কপি সহ জেলায় জেলায় চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, রাজ্য সরকার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করতে চাইছে। যেখানে প্রাক প্রাথমিক স্তর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন করানো হবে।
তবে এই সব স্কুলে কি ভাবে শিক্ষক নিয়োগ হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয় নি। তবে এক আধিকারিকের কথা অনুসারে, এই সব স্কুলে প্রথমে চুক্তিভিত্তিক শিক্ষক দিয়ে পঠনপাঠন শুরু করাতে চায় সরকারের একটা বড় অংশ।
প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল তৈরির বিষয়ে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দেন।
Loading...
তবে এই সব স্কুলে কি ভাবে শিক্ষক নিয়োগ হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয় নি। তবে এক আধিকারিকের কথা অনুসারে, এই সব স্কুলে প্রথমে চুক্তিভিত্তিক শিক্ষক দিয়ে পঠনপাঠন শুরু করাতে চায় সরকারের একটা বড় অংশ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন