গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। জেলার প্রতিবন্ধী প্রাথমিক শিক্ষকদের মাসিক ভাতা দ্বিগুণ করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা দফতর।
তবে প্রতিবন্ধকতার উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষকদের। জেলা প্রাথমিক শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এবার থেকে প্রতিবন্ধী শিক্ষকরা মাসিক ২০০ টাকার বদলে ৪০০ টাকা ভাতা পাবেন।
গত তিন জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সচিব তথা জেলা বিদ্যালয় পরিদর্শক তরুণ সরকার এই নিয়ে এক নির্দেশিকা জারি করেছেন। ওই নির্দেশিকাতে বলা হয়েছে, শারীরিক ভাবে অক্ষম শিক্ষকরা এবার থেকে মাসিক ৪০০ টাকা ভাতা পাবেন। বাম আমলে এই ভাতা ছিল ২০০ টাকা। ওই নির্দেশিকাতে বলা হয়েছে প্রতিবন্ধী শিক্ষকদের ভাতা পেতে হলে প্রয়োজনীয় প্রমাণপত্র আগামী ৯ জানুয়ারির মধ্যে জেলা সংসদ কার্যালয়ে জমা দিতে হবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন