এবার ঐশী ঘোষের আঘাত নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন,"রক্ত নাকি রং, তা পরীক্ষা করে দেখা দরকার।" ঐশীর মনের জোর ভেঙে দিতে দিলীপ এমন মন্তব্য করেছেন বলে মনে করেন ঐশীর মা।
সিপিআই (এমএল) লিবারেশনের পার্থ ঘোষ বিবৃতি জারি করে এই নিয়ে কটাক্ষ করেছেন, ঐশী ঘোষের রক্ত নিয়ে তদন্তের পরিবর্তে দিলীপ ঘোষের মস্তিষ্কের চিকিৎসা প্রয়োজন আছে।
ছুটির দিন রবিবার জেএনইউ ক্যাম্পাসে ঢোকে একশো জনের মুখঢাকা একটি দল। তাদের লোহার রডের আঘাতে গুরুতর জখম হন জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। তাঁর মাথায় পড়েছে ১৬টি সেলাই।
এর পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন ঐশী।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ঐশীর উপরে আঘাতকে নাটক বলে অভিহিত করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছেন, "একজনের মাথায় রক্ত পড়েছে নাকি লাল রং দেওয়া হয়েছে, সেটা এখনও পরীক্ষা হয় নি। যাদবপুরে মন্ত্রীকে পেটানো হল, আমাদের নেত্রীকে মারা হল। এখানে মনে হচ্ছে বিরাট কিছু হয়েছে। ঐশী ঘোষকে মাথায় ব্যান্ডেজ বেঁধে দেখানো হচ্ছে। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে দুষ্কৃতীদের নেতৃত্ব দিয়েছেন ঐশী।''
ছুটির দিন রবিবার জেএনইউ ক্যাম্পাসে ঢোকে একশো জনের মুখঢাকা একটি দল। তাদের লোহার রডের আঘাতে গুরুতর জখম হন জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। তাঁর মাথায় পড়েছে ১৬টি সেলাই।
Loading...
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ঐশীর উপরে আঘাতকে নাটক বলে অভিহিত করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছেন, "একজনের মাথায় রক্ত পড়েছে নাকি লাল রং দেওয়া হয়েছে, সেটা এখনও পরীক্ষা হয় নি। যাদবপুরে মন্ত্রীকে পেটানো হল, আমাদের নেত্রীকে মারা হল। এখানে মনে হচ্ছে বিরাট কিছু হয়েছে। ঐশী ঘোষকে মাথায় ব্যান্ডেজ বেঁধে দেখানো হচ্ছে। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে দুষ্কৃতীদের নেতৃত্ব দিয়েছেন ঐশী।''
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন