অনেকদিন আগে থেকেই কথা হচ্ছিল। গুপি ও বাঘার চরিত্রে অভিনয় করবেন দেব ও রাহুল। তারপর আর এই প্রোজেক্ট নিয়ে কথা এগোয় নি। এবার ফের এই প্রোজেক্ট নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন পরিচালক রঙ্গন চক্রবর্তী।
ছবির নাম 'গুপী বাঘা ইন হাফগানিস্তান'।উপেন্দ্রকিশোর রায়চৌধুরির গল্প গুপী-বাঘাকে নিয়ে ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় এবং সন্দীপ রায় সহ একাধিক পরিচালক। বর্তমানেও বেশকিছু পরিচালক কাজ করেছেন তাদের নিয়ে। এবার ফের তাদের বড় পরদায় ফিরিয়ে আনছেন রঙ্গন। মুখ্য চরিত্রে দেব ও রাহুল বন্দ্যোপাধ্যায়। রয়েছেন দু-জন অভিনেত্রীও। রঙ্গন বলেন, " আমরা অনেকদিন ধরেই এই পরিকল্পনা করছিলাম।
তারপর কিছুদিন বন্ধ ছিল ছবি নিয়ে পরবর্তী পর্যায়ের কাজ। আবার ছবিটি তৈরি করার কথা ভাবা হচ্ছে।"
যদিও এই ছবিতে কোন দুই অভিনেত্রীকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এমনকী, মহীনের চরিত্রে কে অভিনয় করবেন তাও স্পষ্ট নয়।
Loading...
যদিও এই ছবিতে কোন দুই অভিনেত্রীকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এমনকী, মহীনের চরিত্রে কে অভিনয় করবেন তাও স্পষ্ট নয়।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন